স্মার্ট ফোন ব্যবহার বিমুখ যে সব বিখ্যাত তারকারা

ধরুন আপনার হাতে আপনার স্মার্ট ফোনটি নেই। নিজেকে কি খুব সেকেলে মনে হবে। মনে হবে জেনো একদমে চলতে পারবেন না স্মার্ট ফোনটি ছাড়া। বর্তমান এই ডিজিটাল যুগে হাতের স্মার্ট ফোনটি ছাড়া আমরা জেনো এক দন্ডও চলতে পারি না। তবে
এমন অনেক তারকা আছে যারা এই মাধ্যমিক যুগেও স্মার্টফোন ব্যবহার করেন না।

চলুন জেনে নেই সেই সব তারকার নাম যারা এতোসব খ্যাতির মধ্যেও দিব্বি আছেন মোবাইল ছাড়া।

জাস্টিন বিবার

*জাস্টিন বিবার,বিশ্ব তারুণ্যের এই পপ আইকনও ব্যবহার করেন না স্মার্টফোন। এই বিষয়ে জাস্টিন স্পষ্ট ভাষায় জানান একটা সময় তিনি সেলফোন ব্যবহার করলেও এখন সেটির কোনো অস্তিত্ব নেই। কারণ এটি ব্যালেন্স করা তার জন্য কষ্টকর। তবে তার জরুরী কাজগু‌লো‌ সারার জন্য সহযোগিতা নেন ট্যাবের।

এড সিরা

*এই তালিকায় আছে বিখ্যাত মার্কিন গায়ক,এড সিরা,যিনি তার ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন। টানা এক বছর থেকেছিলেন যথাসম্ভব অফরিডে। তবে তার সাথে যোগাযোগের জন্য ইমেইলের ব্যবস্থা ছিলো।

হাং টম ক্রুজ

*হলিউডের অন্যতম হ্যান্ডসাম হাং টম ক্রুজও আছেন এই তালিকায়। ষাট ছুঁই ছুঁই এই চিরো তরুনের কখনো সেলফোন রাখার প্রয়োজন পরেনি। অবশ্যই ফোন রাখার বিশেষ কোনো কারণও নেই তার আশেপাশে এতো লোকজন যে ওরাই টমের যাবতীয় সকল কাজ ম্যানেজ করে।

শাইলিন উডলিন

*ফোন না রাখার কঠিন যুক্তি আছে দ্যা বলটিন এওয়ার্ড স্টার খ্যাত তারকা শাইলিন উডলিন। এ বিষয়ে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন নিজেকে কিছুতে বেঁধে রাখতে চান না বলেন সেলফোন রাখেন না। তাছাড়া বাস্তবিক সামাজিক যোগাযোগের প্রতি তার বাড়তি ভালোবাসা বাড়তে বলেই ডিজিটার সামাজিকতা ভার্চুয়াল জগতে পা মারান না তিনি।

শ্বাশত চট্টোপাধ্যায়

*ভারতীয় বাংলা চলচিত্র ও বাংলা চলচিত্রের ও টেলিভিশনের উজ্জ্বল মুখ, শ্বাশত চট্টোপাধ্যায়। এই গুণি তারকাকে অসংখ্য চরিত্রে দেখা গেছে মোবাইল হাতে বিরধী শিবির কাপিয়ে দিতে অথচ বাস্তবে তিনি পুরোটাই বিপরীত। মোবাইল ব্যবহার প্রসংগে তিনি জানান যোগাযোগের জন্য তার একমাত্র মাধ্যম একটি ল্যান্ডফোন।

সাওমি কাওল

*qরিয়েলিটি ট্যালেন্ট হান শো এর জনপ্রিয় মুখ মিউজিক মোঘল খ্যাত সাওমি কাওলের ফোন রাখার সিদ্ধান্তটা খুব সাদামাটা। এ বিষয়ে তিনি জানান আমি চাইনা প্রতিদিন সকালে এক গাদা মেসেজের শব্দে আমার ঘুম ভাঙ্গুক।

*বিশ্বখ্যাত পপ তারকা স্যার এলটন জেনো একই পথের পথিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিত দেখা গেলেও তিনি কোনো সেলফোন ব্যবহার করেননা। এই বিষয়ে সমকামী এই তারকা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডিগুলো পরিচালনা করেন সামী ডেভিট ফার্নিশ ও তার ব্যাক্তিগত স্টাফরা।

জেসিকা পার্কার

*HBO sex ইন্ডাস্ট্রি খ্যাত সারা জেসিকা পার্কার বেশ ফ্যাশন সচেতন। তবে ফ্যাশনের সঙ্গী হিসেবে সেলফোন কখনোই স্থান পায়নি তার কাছে।

ধন্যবাদ
পোষ্টি পড়ার জন্য।
আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন।
UpWeberBD এর সাথেই থাকুন।
ধন্যবাদ।

Leave a Comment