বর্তমানে অনেকেই ফেসবুকে ঢুকতে পারছেন না । বাংলাদেশ থেকে 26 শে মার্চ 2021 শুক্রবার বিকেল থেকে সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে । তাই ফেসবুক মেসেন্জার চালানো যাচ্ছে না। এর এজন্য অনেকে বিড়ম্বনায় পড়েছেন এর কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের প্রয়োজনীয় মেসেজ কিংবা তথ্য আদান প্রদান করতে পারছি না।যোগাযোগ ব্যহত হওয়ায় আমাদের অনেকের ফেসবুক নির্ভর ডিজিটাল মার্কেটিং কার্যক্রম থেমে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমনকি অনেকে প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছিনা। অনেকের তো গার্লফ্রেন্ড আছে তাদের অবস্থা তো আরো খারাপ । তাই বারবার ফোন হাতে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন এবং অপেক্ষা করছেন কখন সমস্যাটা লাঘব হয়। কিন্তু আমরা তো দেশীয় সিস্টেম লসের ভুক্তভোগী হতে চাইনা। কোন সমস্যা নেই আপনাদের জন্য এর সঠিক সমাধান নিয়ে এসেছি। কিভাবে আপনারা ফেসবুক ব্যবহার করবেন বাংলাদেশ থেকে তো শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার পছন্দ মতো একটি ভালো ভিপিএন/VPN ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে। এর জন্য আমি পারসোনালিটি সাজেষ্ট করবো Turbo VPN ডাউনলোড দিতে। এতে আপনাকে কোন রকম ল্যাক ছাড়াই সমান্তরালভাবে নেট স্প্রিড সরবরাহ করতে সাহায্য করবে। তারপর সেটাকে সেটআপ করে নিবেন। একদম সিম্পল সেটআপ করা আশা করি সবাই পারবেন।এজন্য ভিপিএন সম্পর্কে বিস্তারিত বললাম না। আপনারা ভিপিএন সেট আপ করার পরে যেকোনো একটা সার্ভার সিলেক্ট করে দেবেন কিন্তু সেখানে যদি বাংলাদেশে থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন না কারন বাংলাদেশ থেকে সার্ভার ডাউন আছে এজন্য আপনি চাইলে আমেরিকায় অথবা অন্য কোন সার্ভার সিলেক্ট করবেন তারপরে কানেক্ট এ ক্লিক করবেন তার পরে কানেক্ট করার পরে ভিপিএন থেকে বের হবেন তারপরে আপনি ফেসবুকে যাবেন দেখবেন আবার আগের মত ফেসবুক চলছে কিন্তু মাঝে মাঝে স্পিড কম পেতে পারেন এভাবে আপনি চাইলেই ফেসবুক ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।
ধন্যবাদ
পোষ্টটি পড়ার জন্য।
আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন।
UpWeberBD এর সাথেই থাকুন।
ধন্যবাদ।