মেক্সিকোর এক অদ্ভুত স্থান জোন অফ সাইলেন্স যেখানে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা

বর্তমান বিশ্বে আমরা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। দিনের শুরু থেকে শেষ পযন্ত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কমবেশি ব্যবহার করে থাকে সবাই। কিন্তু পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে কেউই ইলেকট্রনিক ডিভাইস এ কাজ করে না। মেক্সিকো চিয়া হুয়ান নামক মরুভুমিতে এমনি এক রহস্যময় স্থান রয়েছে যা জুন অফ সাইলেন্স নামে পরিচিত। মেক্সিকোর চিয়া হুয়ান মরুভূমির একটি রহস্যময় স্থান হচ্ছে Zona Del Silencio। এখানে নিদৃষ্ট স্থানে যাওয়ার পর ইলেকট্রনিক ডিভাইসই স্বাভাবিকভাবে কাজ করে না। রেডিও সিগন্যালও পাওয়া যায় না। কম্পাসের কাটাও অস্বাভাবিকভাবে দিক পরিবর্তন করে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে বিভিন্ন কল্পকাহিনী প্রচলিত রয়েছে।

কিন্তু আজ পযন্ত কেউ এর প্রকৃত রহস্য উন্মোচন করতে পারিনি। ১৯৩৮ সালে এই স্থানে একটি উল্কাপাতের পর স্থানটি সবার নজরে আসে ১৯৫৪ সালে সেখানে দ্বিতীয় বারের মতো উল্কাপাতের পর থেকেই এক স্থানটি ঘিরে অস্বাভাবিক বিষয়গুলো ঘটতে শুরু করে ১৯৬৬ সালে বেক্সিকোর রাষ্টেয়াত্ত প্রতিষ্ঠান পেমিক্সের পক্ষ থেকে স্থানটিতে অভিযান চালানো হয়। দল প্রধান অগাস্ট হেরি সেখানে গিয়ে যখন রেডিও সিগন্যাল পাচ্ছিলেন না তখন তিনি স্থানটির নাম Zona Del Silencio। ১৯৭০ সালে অ্যাথেনা নামের একটি মিসাইল উটাহরিক গ্রিন রিভার থেকে নিউ মেক্সিকোর সানডে নিক্ষেপের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু সেটি Zona Del Sinlencio তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিজ্ঞানীরা দেখতে পান কম্পাস ও জিপিএস অস্বাভাবিক ভাবে কাজ করায় মিসাইলটি দিক ভ্রান্ত হয়েছে। বারমুডা ট্রায়ান্গেল একই অক্ষাংশে অবস্থিত। প্রতিনিয়ত অদ্ভুত সব ঘটনার কারনে বিশ্বের অন্যতম রহস্যময় স্থানের তালিকায় রয়েছে এটি। তবে রহস্য উন্মোচনে গবেষণা চালিয়ে যাচ্ছে গবেষকরা। সব দেখেশুনে যায়গাটিকে তারা নতুন আরেকটি বারমুডা ট্রায়ান্গেল নামেই অভিহিত করেছেন।

ধন্যবাদ

পোষ্টটি পড়ার জন্য

আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

UpWeberBD এর সাথেই থাকুন।
ধন্যবাদ।

Leave a Comment