অক্সিজেন বিহীন ৫ সেকেন্ডের পৃথিবী, কি ঘটবে আমাদের সাথে !

আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীর সব অক্সিজেন যদি হঠাৎ করে উধাও হয়ে যেতো বেশিক্ষণ না ধরেন ৫ সেকেন্ডের জন্য,তাহলে কি ঘটতো আমাদের সাথে।আমাদের

সবার মনে হতেই পারে যে, মাত্র ৫ সেকেন্ড নিশ্বাস বন্ধ করে রাখলেই তো সব সমস্যা সমাধান হয়ে যায়।কিন্তু প্রশ্ন হলো,এই ৫ সেকেন্ডে পৃথিবী কি করবে,আশ্চর্য হলেও সত্যি ভেঙ্গে

পরবে কংক্রিটের স্থাপনা উল্কার মতো খসে পরতে থাকবে আকাশে উড়ন্ত থাকা প্লেন। ঘটে যাবে পরিবেশের বিশাল বিপর্যয়।

আসুন জেনে নেই ৫ সেকেন্ডের অক্সিজেন বিহীন এক পৃথিবীর গল্প।

 

অক্সিজেন বিহীন বিপর্যয়

গবেষণায় দেখা গেছে যে, পৃথিবীর বায়ুমন্ডল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অক্সিজেন। আপাতত এটি হুমকির কারণ মনে না হলেও ভবিষ্যতে বড় ধরনের মানব বিপর্যয় ডেকে

আনতে পারে। পৃথিবীর বায়ু মন্ডলের ২১ ভাগ অক্সিজেন আর ৭৮ ভাগ নাইট্রোজেন।বায়ুমন্ডলের বড় অংশ জুড়ে না থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অক্সিজেন।অক্সিজেন ছাড়া

প্রাণী,উদ্ভিদ,পানি এমনি মানুষও নিজস্ব অবস্থানে থাকতো না।

এবার আসি ৫ সেকেন্ড অক্সিজেন ছাড়া কি কি ঘটতে পারে আমাদের সাথে।

 

অক্সিজেন ছাড়া থেমে যাবে দহন প্রকৃয়া

যে কারো মনে হতেই পারে যে,মাত্র ৫ সেকেন্ড অক্সিজেন ছাড়া কি আর হবে কারণ বেশিরভাগ মানুষই কমপক্ষে ৩০ সেকেন্ড শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে।তাই ৫ সেকেন্ড ছাড়া

হয়তো মানুষ টিকে থাকতে পারে। কিন্তু বাকি সবকিছুর কি হবে। অক্সিজেন বিহীন কংক্রিটের তৈরী সব স্থাপনা গুলি ভেঙ্গে পরতে থাকবে। কারণ কংক্রিটকে জমাটবদ্ধ রাখার জন্য

বিশেষ ভূমিকা রাখে এই অক্সিজেন। তাই অক্সিজেন বিহীন কংক্রিট ধুলা ছাড়া আর কিছুই নয়।সূর্যের অতি বেগুনী রশ্মি পৃথিবীতে প্রবেশে বাঁধা দেয় ওজন স্থর। এই স্থরটি অক্সিজেনে

তৈরি। তাই অক্সিজেন না থাকলে এই ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা পাবার আমাদের কোনো উপায় থাকবে না। অক্সিজেনের অভাবে আমাদের শ্রবণ স্থর ফেটে যাবে।অক্সিজেন

হারানো মানে হলো বাতাসের চাপের পরিমাণ ২১ শতাংশ হারানো। এতো দ্রুত বাতাসের চাপের পরিবর্তন অনেকটা হঠাৎ করে সমুদ্রের অতীলে ২ হাজার মিটার নিচে পতিত হওয়ার

মতোই। অক্সিজেন ছাড়া আগুনও জ্বলবে না কারণ অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তাই দহন প্রকৃয়া থেমে যাবে। ইলেকট্রিক সহ সবধরনের পরিবহনের প্রকৃয়া থেমে যাবে।

সড়কে আটকে যাবে লাখ লাখ গাড়ি। বায়ুমন্ডলে অক্সিজেন না থাকলে আকাশে উড়ন্ত বিমানো মুহুর্তেই আকস্মিকভাবে আঁচড়ে পড়বে মাটিতে। পৃথিবীর ভূত্বক এবং উপরিভাগের

উপাদানের মধ্যে ৪৬ শতাংশই অক্সিজেন বেষ্টিত। তাই অক্সিজেন ছাড়া ভূত্বকের শক্ত আবরণও ভেঙ্গে পরতে থাকবে। ধসে পরবে উপরিভাগের সব ভবন এবং স্থাপনা। বাদ যাবেনা

মানুষ ও প্রাণীও। তাই বলা হয় মাত্র ৫ সেকেন্ড অক্সিজেন ছাড়া ধংস হয়ে যাবে পুরো পৃথিবী।

ধন্যবাদ,

পোস্টটি পড়ার জন্য,

আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন,

UpWeberBD এর সাথেই থাকুন,

ধন্যবাদ।

About upweberbd

Check Also

স্মার্ট ফোন ব্যবহার বিমুখ যে সব বিখ্যাত তারকারা

ধরুন আপনার হাতে আপনার স্মার্ট ফোনটি নেই। নিজেকে কি খুব সেকেলে মনে হবে। মনে হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *