মহাকাশে বিলাসবহুল হোটেল নির্মাণ হচ্ছে ২০২৭ সালে

প্রযুক্তির বদৌলতে আমরা এমন সব নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হয়েছি যা আগে সাধারণ মানুষ কখনো হয়তো কল্পনাও করেনি। বিজ্ঞান ও প্রযুক্তির

ছোঁয়ায় দৈনন্দিন জীবনে আধুনিকতা নতুনত্ব আনছে প্রতিনিয়ত। তারি ধারাবাহিকতায় এবার মহাকাশ পর্যটন আস্তে আস্তে আলোচনার বিষয় হয়ে উঠছে।

মহাকাশে হচ্ছে ভাসমান হোটেল

ভার্জিন গ্যালাকটিক থেকে শুরু করে এল্যন মাস্কের স্পেসএক্সের মতো অনেকগুলো কোম্পানি এ নিয়ে গবেষণা করছে। এবার তেমনি এক ঘোসনার কথা

শোনানো হচ্ছে পৃথিবী বাসিকে। সামনে নাকি পৃথিবীর পরিসীমার বাইরে মহাকাশে চলছে বিলাসবহুল হোটেল তৈরির কাজ। গণমাধ্যমে খবর অনুযায়ী

ক্যালিফোর্নিয়ার সংস্থা গেটওয়ে ফাউন্ডেশন ২০১৯ সালে প্রথম এ হোটেলটির নকশা উন্মোচন করে। মহাকাশের এই হোটেলটি পৃথিবীর বায়ু মন্ডলের উপরের

স্থরে ভাসবে। এটি অনেকটা নাগরদোলার মতো বিলাসবহুল চক্রাকার দেখতে হবে। ২০২৭ সালের মধ্যে অতিথিদের জন্য এই হোটেল চালু করে দেওয়ার ভাবনা

রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।প্রাথমিকভাবে হোটেলটির নাম রাখা হয়েছিলো দা বোন ব্রাউন স্টেশন তবে এর নতুন নামকরণ করা

হয়েছে ভয়েজার স্টেশন। এটির নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাণ সংস্থা অরবিটাল এসেম্বলি করপোরেশন। এটি গেটওয়ে ফাউন্ডেশনের প্রাক্তন পাইলট জন

গ্লিবকো কতৃক পরিচালিত সংস্থা। CNN TRAVEL এর সাথে সম্প্রতি এক সাক্ষাতকারে গ্লিনকো জানান কোভিটের কারণে হোটেলটির নির্মাণে কিছুটা বিলম্ব

হয়েছে তবে তারা আশাবাদী ২০২৬ এ মহাকাশের হোটেলটির নির্মাণ কাজ শুরু হবে। এর পরের বছরেই সম্ভব হবে মহাকাশে অবকাশ যাপনের স্বপ্ন সত্যি হয়ে

উঠবে। অন্যান্য হোটেলের সাথে এর দৃশ্যগত তেমন পার্থক্য না থাকলেও এই হোটেলে বেশ কিছু আউট অফ দ্যা ওয়ার্ড অনুসঙ্গ থাকবে। হোটেলটিতে থাকবে

২৪ টি মডিউল যার ঘুর্ণনে কৃত্রিম অভিকর্ষ বল তৈরি হবে। ফলে পৃথিবীর মতোই ঘুড়ে কিংবা ভেসে বেড়াতে পারবেন অতিথিরা।

ধন্যবাদ

পোষ্টটি পড়ার জন্য,

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন,

UpWeberBD এর সাথেই থাকুন,

ধন্যবাদ।

About upweberbd

Check Also

স্মার্ট ফোন ব্যবহার বিমুখ যে সব বিখ্যাত তারকারা

ধরুন আপনার হাতে আপনার স্মার্ট ফোনটি নেই। নিজেকে কি খুব সেকেলে মনে হবে। মনে হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *