যেসব চলচিত্র পেতে যাচ্ছে ২০২১ এর অস্কার

চলচিত্রের সবচেয়ে জমকালো পুরস্কার বিতরনের এই ৯৩ তম আসরে এবার লরবে ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পযন্ত

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের একাডেমি অফ মোশন পিকচার্স আর্ট এন্ড সাইন্সেস এওয়ার্ড।যা অস্কার এওয়ার্ড নামে পরিচিত।বিশ্ব

মুক্তি পাওয়া চলচিত্র গুলো।

এবারের অস্কারের বেষ্ট পিকচার্স বা সেরা চলচ্চিত্র এওয়ার্ড কোন চলচিত্র জয় করতে যাচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনার জেনো শেষ নেই।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন প্রকাশনা ভ্যারাইটি ম্যগাজিন ইতোমধ্যে সম্ভাব্য বিজয়ী চলচিত্রের তালিকা তৈরি করেছে ।

চলুন দেখে নেই তালিকায় কোন কোন চলচিত্র গুলো যায়গা করে নিয়েছে।

NOMADlAND

প্রথমত তালিকার শীর্ষে রয়েছে সার্চলাইট পিকচার্সের Nomadland/নোমন্ডল্যান্ড।

সবকিছু হারিয়ে ফেলা এক বৃদ্ধার আমেরিকান দেশজুড়ে নিদারুণ যাত্রা ঘিরে এ গল্প।চীনা পরিচালক লইজাও পরিচালিত এই চলচিত্র ইতোমধ্যে জিতে নিয়েছে

ভ্যানিস চলচিত্রের শীর্ষ পুরস্কার।

THE TRAYAL OF SIKAGO SEVEN

দ্বিতীয় স্থানে রয়েছে নেট ফ্লিক্সে মুক্তি পাওয়া THE TRAYAL OF SIKAGO SEVEN/দ্যা ট্রায়াল অফ শিকাগো সেভেন।১৯৬৮ সালের শিকাগোতে সংগঠিত

ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনকে ঘিরে বিক্ষপের কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাত ব্যাক্তির সাত টি গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনী।

ছবিটি পরিচালনা করেন আরোন ছর্কেট।

MINARI

তৃতীয় স্থানে রয়েছে,এফরটির প্রযোজনা চলচিত্র MINARI/মিনারি।

১৯৮০ দশকের একটি খামার গড়ে তোলার উদ্দেশ্যে আরগান সাসে পাড়ি জমান এক কোরিয়ার পরিবারের গল্প নিয়ে নির্মিত এই চলচিত্র নির্মাণ করেছেন লি

ইছাদ চুং।

PROMISING YOUNG WOMAN

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে Promising Young Woman/ প্রমিসিং ইয়াং ওমান।এমআরএল ফিলেন্ড পরিচালিত এই চলচিত্রে অতীতের এক ট্রাজিক ঘটনার

ট্রমা বয়ে বেড়ানো এক তরুনীর প্রতিশোধ স্পীহাকে ঘিরে বানানো।এতে অভিনয় করেছেন ক্যারি মুলিগেন ও ব্রানহ্যান।

ONE NIGHT IN MIAMI

তালিকার পন্চম স্থানে আছে,One Night in Miami/ওয়ান নাইট ইন মায়ামি।

১৯৬০ দশকের সাংস্কৃতিক বিক্ষোপ ও নাগরিক অধিকারের লড়াই এর কাহিনী অবলম্বনে তৈরী হয়েছে এই চলচিত্রটি।

এছাড়াও সেরা চলচিত্র ক্যাটাগরিতে অস্কার জয়ের সম্ভাব্য তালিকায় টপ টেনে যে সকল চলচিত্র যায়গা করে নিয়েছে তা হলো।

NEWS OF THE WORLD,SOUND OF METAL,JUDAS BLACK MESSIAH,MA RAINS IN BLACK BOTTOM,THE FATHER.

জানা গেছে এবারের অস্কার এওয়ার্ডের আসোরও বিগত কয়েকবছরের মতো ডলফিন থিয়েটারে হতে যাচ্ছে।

যেখানে পুরস্কার জয়ীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।

তবে এবারের আসরটিতে সন্চালনা করবে তা এখনো প্রকাশ করেনি কতৃপক্ষ।

ধন্যবাদ,

পোষ্টটি পড়ার জন্য।

আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন,

UpWeberBD এর সাথেই থাকুন।

ধন্যবাদ।

 

About upweberbd

Check Also

স্মার্ট ফোন ব্যবহার বিমুখ যে সব বিখ্যাত তারকারা

ধরুন আপনার হাতে আপনার স্মার্ট ফোনটি নেই। নিজেকে কি খুব সেকেলে মনে হবে। মনে হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *