করোনার কারণে মাস্ক আমাদের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ অনুসঙ্গতে পরিনত হয়েছে।
এছাড়াও রাস্তাঘাটে চলাচলের সময় ধুলাবালি,বিষাক্ত গ্যাস,গাড়ির কালো ধোয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মানসম্মামত
মাস্কের ভূমিকা অপরিসীম।
তাই মানুষ যেমন দিনদিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে এবং জনসচেতনতা বাড়ছে তখন মাস্ক তার চাহিদা মেটানোর বাইরে
অধুনিক হয়ে প্রযুক্তি নির্ভর ফ্যাশনে পরিনত হয়েছে।
বর্তমানে তথ্য প্রযুক্তির কল্যাণে বাজারে এসেছে বেশ কিছু স্মার্ট মাস্ক।
চলুন জেনে নেই এমন কিছু স্মার্ট মাস্কের কথা।
করোনার কারণে মানুষের যেমন মাস্কের ব্যবহার বেড়েছে তেমন মাস্কে এসেছে বৈচিত্র্য। তাইতো বাজারে পাওয়া যাচ্ছে নানা ধরনের
স্মার্ট মাস্ক।
তেমন একটি স্মার্ট মাস্ক বা মাস্ক গার্ড তৈরি করেছে মাক্স ফোর। এখানে একটি সাধারণ মাস্ক বিশেষভাবে সংযুক্তির
মাধ্যমে স্থাপন করা হয় এই মাস্ক গার্ডটির রয়েছে একটি বিলটিন এয়ারফোন ও মাইক্রোফোন। যার মাধ্যমে মাস্ক না খুলেই
মোবাইল ফোনে কথা বলতে পারবেন সাচ্ছন্দ্যে। এমন কি এই মাক্সের মাধ্যমে সাউন্ড বাড়ানো এবং কমানো পযন্ত সম্ভব।
আর একটি স্মার্ট মাস্ক তৈরী করেছে ইয়ারপপ। এই মাস্কটির কোয়ালিটি ফোনের মাধ্যমে দেখা যায়। এটি অনেকটা ফিউচারের মতো কাজ করছে। বিশেষ
এক ধরনের ফেব্রিকসের মাধ্যমে এই মাস্কটি তৈরী করা হয়েছে। এই মাক্সটিতে একটি সিলভার বাটন করেছে। যা আপনার শ্বাস
প্রশ্বাসের পরিমাণ করবে।বিশেষ একটি আ্যপের মাধ্যমে মাক্সটিকে নিয়ন্ত্রণ করা যায়। কত সময় যাবৎ মাস্কটি ব্যবহার করেছেন
এবং মাস্কের ফিল্টার পরিবর্তন করতে হবে কিনা সেটিও জানা যাবে এই আ্যপের মাধ্যমে।
আর একটি মাস্ক তৈরী করেছে সুবিমাস্ক। মাস্কটি ব্যকটেরিয়া প্রতিরোধি এছাড়াও উবি রেডিওশনেও কাজ করে।যদিও মাস্কটি
একটু ভারি বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও কেমি কোম্পানি রেজার তৈরি করেছে বিশ্বের সবচেয়ে স্মার্ট মাস্ক । এই মাস্কের সঙ্গে রয়েছে বিল্ডের মাইক্রোফোন। মাস্কটি
ব্যবহারকারীর কন্ঠস্বরকে বাড়িয়ে দেয়। যাতে কথা স্পষ্ট ভাবে বোঝা যায়। রেজােরর এই মাস্কটিতে সক্রিয় ডেন্টিলেটরের সুবিধা
থাকায় গরম বাতাস বাইরে বেরিয়ে যাবে এবং শীতল বাতাস ভেতরে ঢুকবে। রেজারের দাবি মাস্কটি এননাইনটি সার্জিক্যাল মাস্কের
মতো ক্লাসিফাইডস মাস্ক। মাস্কটি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ প্লাস্টিক। যা মানুষের মুখের ভাষা এবং মুখভঙ্গি বুঝতে সাহায্য
করবে। রেজার বলছে তাদের মাক্সটি কম আলোতেও দেখা যাবে। অর্থাৎ এতে লো লাইট মুড আছে। এছাড়া পাতলা বন্ধনী কানের উপর চাপ কমাবে।
এতে জে বিল্টিন মাইক ও এমপ্লিফায়ার আছে যা কন্ঠস্বরকে স্পষ্ট করে তুলবে।
ধন্যবাদ,
পোস্টটি পড়ার জন্য,
আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন
UpWeberBD এর সাথে থাকুন,
ধন্যবাদ।