4G “geo t19” Phone Now in Bangladesh

আজকে নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আমাদের প্রিয় Upwebrsbd.com সাইটে। আজকে আপনাদের জন্য ভিন্ন টপিক নিয়ে কথা বলবো। আমরা এখন বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শুধু একটি জিনিস বেশি দেখতে পাচ্ছি। ফোনটি হলো, “geo t19” এখন চলুন জেনে নেই এই ফোনের সকল বিস্তারিত বিষয়ে।

তো দেরি না করে শুরু করি।

বতর্মানে আমাদের অনেকেই চাই একটি এন্ড্রয়েড ফোন কিনতে,কিন্তু আমাদের বাড়ি থেকে কিনে দেই না। তখন আমাদের কে বাটন ফোন কিনতে হয়। কিন্তু বাটন ফোনে সব ফিচার পাওয়া যায় না। যেমন ইউটিউব,ফেসবুক, হোয়াটআপ ইত্যাদি এপ্লিকেশন গুলো চলে না। তখন আমারা টাস ফোনের দিকে উৎসাহিত হই। কিন্তু এইবার থেকে মন খারাপ করার কোন প্রয়োজন নেই। আজকে এমন এক ফোন সম্পর্কে আপনাদেরকে জানাবো,যেইটা এন্ড্রয়েড ফোনের সাথে পাল্লা দিবে। ফোনটির নাম হচ্ছে “geo t19″ এটি একটি বাটন ফোন। এটি ki os অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনটি বাংলাদেশের বাজারে আসে ২০২০ সালে। আসার পর থেকেই ব‍্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আপনি জেনে খুশি হবেন যে, geo t19” ফোনটি 4জি সাপোর্ট করে। যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বাটন ফোন। এর আগে কোন বাটন ফোনে 4 জি সাপোর্টেট ছিল না।

এইফোনে আপনি পাবেন YouTube,facebook,whatsup,banglaflix, call recorder সহ আরও অনেক app। এই ফোনে আপনি ইউটিউবের,ফেসবুকের সহ সকল সোস্যাল মিডিয়ার ভিডিও প্লে করতে পারবেন। geo t19′ ফোনটির জার্ম পাচ্ছেন ৫১২ মেগাবাইট এবং ইন্টারনাল মেমরি পাচ্ছেন ৪-গিগাবাইট। আপনি ইচ্ছা করলে আলাদা করে সর্বোচ্চ ৩২ গিগাবাইট মেমরি ব‍্যাবহার করতে পারবেন। এই ফোনের ডিস্প্লে 2’3inc সামনে সেলফি ক‍্যামেরা ও পিছনে ব‍্যাক ক‍্যামেরা। এই ফোনটি তে পাবেন গূগল প্লে স্টোর এর মত, কাইওয়েস প্লে স্টোর। আপনি যদি এই ফোন কিনেন তাহলে বাংলালিংকের পক্ষ থেকে পাবেন সারা বছরের জন্য ফ্রি ইন্টারনেট। বর্তমানে ফোন কেনার সাথে সাথে পাবেন 30 বছরের জন্য লাইফ ইন্সুরেন্স। এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩,৪৯৯ টাকা। আপনাদের মনে হতে পারে দাম এত বেশি কেন? কারন এইফোনের সকল প্রকার টেকনোলজি ও সফটওয়্যার এর জন্য এত বেশি। আমার মনে হয় এইটা খুব একটা বেশি না 4জি বাটন ফোন হিসেবে। এই ফোনটি এখনো দোকানে পাবেন না।যদি নিতে চান আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। অনলাইনে অর্ডার করতে পারেন evaly,daraz বা alishamart এর মাধ্যমে। অনলাইন অর্ডার করলে বাড়িতে বসে পন্য পেয়ে যাবেন। যারা এখন এমন একটি এন্ড্রয়েড বটন সেট আশা করেছিলেন তাদের জন্য এই ফোনটা হবে একদম পারফেক্ট । তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ,
পোস্টটি পড়ার জন্য।
আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন,
UpWeberBD এর সাথেই থাকুন,
ধন্যবাদ।

About upweberbd

Check Also

How long can cooked food be kept in the fridge

রান্না করা খাবার কতদিন ফ্রিজে রাখা যাবে? How long can cooked food be kept in the fridge ? 2022

রান্না করা খাবার কতদিন ফ্রিজে রাখা যাবে? How long can cooked food be kept in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *